যেতে পারে আপনার চাকরি! বাজারে এল ChatGPT এর নতুন ভার্সন, দেখে নিন কোন কোন চাকরি রয়েছে বিপদে

Tech Zedia Desk

ChatGPT এর নামটি হয়ত কিছু বছর আগে কেও জানতও না, কিন্তু আজ কোনও না কোনও কিছুর মাধ্যমে আমারা সবাই এই নামটির সাথে পরিচিত। মাইক্রোসফট এর মালিকাধিন এই AI ChatBot এখন সমস্ত বিশ্বে আলোচিত। অনেকে মনে করেন Google এর থেকেও এই ChatGPT অত্যাধুনিক এবং স্মার্ট টেকনোলজি ।

বিশেষজ্ঞদের ধারনা আগামি দিনে অনেক কর্ম ক্ষেত্রেই এই ChatGPT বহুল ভাবে ব্যাবহার করা হবে। তারই একটি জলজ্যান্ত উদাহরন হচ্ছে ChatGPT – 4O। যা করে পারে Problem Solving ও Data Analytics এর মতো জটিল কাজও। চলুন দেখে নেওয়া যাক আপনি কি ভাবে নিজের চাকরি কে সুরক্ষিত রাখতে পারেন এই AI ChatBot এর হাত থেকে।

কি কি কাজ করতে পারে এই GPT – 4O??

 ইতিমধ্যেই সমস্ত বিশ্বকে অবাক করে দিয়ে ChatGPT – 4O লঞ্চ করেছে OpenAI। এই AI চ্যাটবটটি ChatGPT-এর থেকেও স্মার্ট বলে মনে করছে অনেক প্রযুক্তি বিশেষজ্ঞরা। মানুষ ও AI এর মধ্যে এই দ্বন্দ্ব এর কথা দীর্ঘ দিন থেকেই শোনা যাচ্ছে কিন্তু এখন তা বাস্তব। অনেকে মনে করেন, AI বা Human AI মানুষের কাজ ছিনিয়ে নেবে। আবার অনেকে ভাবেন, এই AI এর আবিষ্কার হয়েছে মানুষের সহযোগী হিসাবে কাজ করার জন্য। চলুন দেখা যাক এই ChatGPT -4O কি কি কাজ করতে পারে।

ওপেনআই এর পক্ষ থেকে জানানো হয়েছে একাধিক কাজ যা ChatGPT – 4O করতে পারে। এই কাজগুলি এর মধ্যে ৫ টি কাজ বিবরণ করা হলঃ

  • Data entry clerk
  • Customer service representative
  • Proofreader
  • Book keeper
  • Translator এবং আরও

আপনি নিজের কাজকে কি ভাবে সুরক্ষিত রাখবেন??

অত্যাধুনিক টেকনোলজি এর সাথে মোকাবিলা করার জন্য আপনাকে ও শিখতে হবে সেই আধুনিক প্রযুক্তি এর প্রয়োগ। যার মাধ্যমে আপনি নিজের কাজ করার সক্ষমতা কে বাড়াতে পারেন এবং একই সাথে একাধিক কাজ করতে পারেন। এককথাই থেমে থাকলে হবে না এই প্রযুক্তির সাথে মোকাবিলার জন্য আপনাকে ও শিখতে হবে নিত্য নতুন জিনিস। যা আপনাকে সহায়তা করবে আপনার কাজকে বাঁচিয়ে রাখতে ও AI এর সাথে মোকাবিলা করতে। সর্বশেষে মনে রাখবেন যে মানুষ কখনও রোবট বা এআইকে তাদের চেয়ে স্মার্ট হতে দেবে না। 

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now
Share This Article
Leave a comment