108 MP ক্যামেরা এবার রেডমির ফোনে, রেডমি স্বয়ং কনফর্ম করলো Redmi 13 Series

Arijit Chattopadhyay

শাওমি Redmi 13 সিরিজ এর খবর এবার অফিসিয়ালি জানা গেল। সম্প্রতি পর্তুগালের একটি স্টোরে এই Redmi Note 13 5G স্মার্টফোনটি বিক্রি হতে দেখা যাই। যা কনফর্ম করে যে ভারতেও এই স্মার্টফোনটি দ্রুতই লঞ্চ হতে চলেছে।

শাওমি , একসময় যে মোবাইল ব্র্যান্ড মাসে মাসে নিজের নতুন বাজেট ফিচার লোডেড স্মার্টফোন লঞ্চ করে ভারতের বাজারে নিজের অধিকার স্থাপন করেছিলো, বিগত কিছু বছর ধরে ভারতিও বাজারে এর তেমন প্রভাবশালি কোনও স্মার্টফোন লক্ষ করা যাইনি। খুব দ্রুতই সেই অপেক্ষার অবসান ঘটিয়ে শাওমি লঞ্চ করতে চলেছে Redmi Note 13 5G সিরিজ স্মার্টফোন ।

চলুন দেখে নেওয়া যাক 108 MP ক্যামেরা সহ আর কি কি ফিচার অফার করেছে শাওমি এই ফোনে এবং ভারতীয় বাজারে এই শাওমি রেডমি 13 কতটা প্রভাব ফেলতে পারে।

ইউরোপিয়ান মার্কেট এ শাওমি Redmi Note 13 এর দাম

Motorola এর দিক থেকে ফোনটির দাম সংক্রান্ত কোনও সঠিক তথ্য এখনও পর্যন্ত পাওয়া যাইনি, তবে ইউরোপে শাওমি এর এই স্মার্টফোনটির দাম €200 যা ভারতীয় টাকাই প্রায় ১৮০০০ টাকা।

এটা আশা করা হচ্ছে যে এই স্মার্টফোনটি শাওমির বাকি সিরিজ এর smartphone এর মত ২ টী মডেল এ লঞ্চ হতে পারে, শাওমি Redmi Note 13 এবং Redmi Note 13 pro। ইউরোপে এই ফোনটি তিনটি স্টোরেজ অপশন এর সাথে পাওয়া যাই, 6/128GB, 8/128GB and 8/256GB।

ইউরোপিয়ান মার্কেট এ শাওমি Redmi Note 13 এর স্পেসিফিকেশন

ক্যামেরা: শাওমি এর এই ফোনে রয়েছে Triple Rear Camera সেটআপ, একটি 108 MP এর মেইন ক্যামেরা সহ 8 MP এর ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 MP এর ম্যাক্রো ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 13 MP Front Camera।

ব্যাটারি: দীর্ঘ পাওয়ার ব্যাকআপের জন্য শাওমি রেডমি 13 সিরিজ স্মার্টফোনে দেওয়া হয়েছে 5000mAh ব্যাটারি। এছাড়াও এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য দেওয়া হয়েছে 33W ফাস্ট চার্জিং এর অপশনও।

প্রসেসর: শাওমি রেডমি 13 সিরিজ স্মার্টফোনটি latest Android 14 সহ লঞ্চ হতে পারে ইন্ডিয়ান মার্কেট এ। রোজগারের সাধারণ কাজ ও হেভি কাজকর্মের জন্য এই স্মার্টফোনেটিতে অফার করা হয়েছে Snapdragon 685 প্রসেসর ।

ডিসপ্লে: এই স্মার্টফোনটিতে রয়েছে Full HD+ রেজোলিউশন এর 120 Hz এর 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে। যার ম্যাক্স ব্রাইটনেস 1800 nits।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now
Share This Article
Leave a comment