জলের দরে বিক্রি হচ্ছে OnePlus 12R, দ্বিতীয়বার পাবেন না এমন সুযোগ, এখুনি অর্ডার করুন

Subheccha Das
Image Source:- Tech Advisor

আপনি কি সস্তায় 5G স্মার্টফোন কিনতে চান? তাহলে একবার Amazon India এর সাইটে চলে যান। কারণ পাঁচ মাস আগেই লঞ্চ হওয়া OnePlus 12R স্মার্টফোন এখন এই ই-কমার্স প্ল্যাটফর্মে বড়সড় ডিসকাউন্টের সাথে বিক্রি হচ্ছে। এমনকি এই ফ্ল্যাগশিপ কিলার হ্যান্ডসেটটির সাথে নো-কোস্ট ইএমআই এবং 38,000 টাকা পর্যন্ত ট্রেড-ইন অফারও পাওয়া যাবে৷ নিচে OnePlus 12R স্মার্টফোনের অফার সম্পর্কে আলোচনা করা হল।

লঞ্চের 5 মাস পর প্রথমবার এত সস্তায় পাওয়া যাচ্ছে OnePlus 12R

OnePlus 12R স্মার্টফোনের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম 39,998 টাকা। তবে এর সাথে ফ্লাট 2,000 টাকার কুপন ডিসকাউন্টের সুবিধা দেওয়া হচ্ছে। আবার HDFC ব্যাঙ্কের ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আরো 2,000 টাকার ছাড় পাওয়া যাবে। যার পর এই ফোন মাত্র 35,998 টাকায় কেনা যাবে৷

অন্যান্য অফারের কথা বললে, হ্যান্ডসেটের সাথে মাসিক 4,016 টাকার নো-কস্ট ইএমআই বিকল্প উপলব্ধ। পুরোনো ফোন পরিবর্তন করলে ক্রেতারা 37,850 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পেয়ে যেতে পারেন। সংস্থার ‘রেড কেবল ক্লাব’ -এর সদস্যরা অতিরিক্ত কিছু সুযোগ-সুবিধা পাবেন।

এছাড়া 2,250 টাকার JioPlus পোস্টপেইড প্ল্যানের ফায়দা তোলা যাবে। যার সাথে ছয় মাসের 100 জিবি Google One Cloud স্টোরেজ এবং তিন মাসের বৈধতা যুক্ত YouTube Premium অ্যাপের সাবস্ক্রিপশন দেওয়া হবে।

OnePlus 12R কি কি স্পেসিফিকেশন রয়েছে ?

OnePlus 12R ফোনে 6.78-ইঞ্চির AMOLED ProXDR ডিসপ্লে প্যানেল আছে। এই স্ক্রিন – 120 Hz রিফ্রেশ রেট, সর্বোচ্চ 4,500 নিট ব্রাইটনেস, HDR10+ এবং ডলবি ভিশন সাপোর্ট করে। ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস ভিকটাস 2 দ্বারা সুরক্ষিত। এতে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর এবং Adreno 740 জিপিইউ ব্যবহার করা হয়েছে।

হ্যান্ডসেটে 16 জিবি পর্যন্ত র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য 100 ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং যুক্ত বড় 5,500 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। OnePlus 12R স্মার্টফোন Android 14 ভিত্তিক OxygenOS কাস্টম স্কিনে চলে। এর সাথে 3টি অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট অফার করা হবে

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now
Share This Article
Leave a comment