এত সস্তাই কার্ভ ডিসপ্লে ?? Noise লঞ্চ করলো Noise ColorFit Pulse 3 স্মার্টওয়াচ

Arijit Chattopadhyay

Noise ColorFit Ultra 3 লঞ্চ এর পরেই নয়েস ইন্ডিয়ান মার্কেট এ লঞ্চ করলো তার নতুন স্মার্টওয়াচ Noise ColorFit Pulse 3। নয়েস এর মতে তারা এই স্মার্টওয়াচটি ডিজাইন করেছে ইন্ডিয়ান ইয়ুথ এর কথা মাথাই রেখে। এই স্মার্টওয়াচ টিতে নয়েস অফার করেছে কার্ভ ডিসপ্লে, মেটাল ফ্রেম সহ আরও অনেক আধুনিক প্রিমিয়াম ফিচার। চলুন সে সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।

Noise ColorFit Pulse 3 এর দাম

Noise ColorFit Pulse 3 স্মার্টওয়াচটি ইন্ডিয়ান মার্কেট এ ১৭৯৯ টাকাই লঞ্চ করা হয়েছে পাঁচটি কালার অপশন এর সাথে সেইগুলি হল জেট ব্ল্যাক, ভিনটেজ ব্রাউন, সিল্ভার গ্রে, জেদ গ্রীন এবং রোস পিংক। ফ্লিপকার্ট ও অ্যামাজন এর সবকটি কালার অপশন এভেলেভেল আছে, আপনি চাইলে সেখান থেকে এই কিনতে পারেন।

Noise ColorFit Pulse 3 এর স্পেসিফিকেশন

Noise ColorFit Pulse 3 স্মার্টওয়াচটিতে রয়েছে একটি ১.৯৬ ইঞ্চির কার্ভ এল সি ডি ডিসপ্লে। যাতে রয়েছে ৫০০ nits এর মাক্স ব্রাইটনেস। ফলস্বরূপ ডিসপ্লেটি খুব ভালো ভাবে কোনও সমস্যা ছাড়াই প্রখর আলোতে ব্যবহার করতে পারবেন। এই স্মার্টওয়াচটিতে আপনি পেয়ে যাবেন একাধিক স্পোর্টস মোডের সাথে ,১৭০ এর বেশি ওয়াচফেশ অপশন ।

এই স্মার্টওয়াচটিতে নয়েস অফার করেছে কলিং অপশন। স্মার্টওয়াচটি আপনি আপনার ফোন এর সাথে পেয়ার করে আপনি কালিং করে পারেন। এছাড়াও এই স্মার্টওয়াচটিতে আপনি পেয়ে যাবেন স্মার্ট DND, অটো স্পোর্টস ডিটেকশন সহ আরও অনেক স্মার্ট ফিচার।

Noise ColorFit Pulse 3 স্মার্টওয়াচটিতে আপনি পেয়ে যাবেন IP67 ওয়াটার ও ডাস্ট প্রুফ রেটিং। ফলস্বরুপ আপনি এই স্মার্টওয়াচটি যেকোনো ওয়েদার এ কোনও সমস্যা ছাড়াই ব্যবহার করতে পারবেন। Noise এর স্মার্টওয়াচটিতে রয়েছে অ্যাক্টিভ হেল্‌থ ট্র্যাকিং এর অপশনও। যার সাহায্যে আপনি প্রতি ঘনটাই আপানার হেল্‌থ ট্রাক করতে পারবেন।

নয়েস এর মতে এই স্মার্টওয়াচটি থেকে পাওয়া যাবে ৩ থেকে ৪ দিনের ব্যাটারি ব্যাকআপ। কানেক্টিভিটির জন্য এই স্মার্টওয়াচটিতে দেওয়া হয়েছে Bluetooth v5.3, যার সাহায্যে আপনি কোনও রকম সমস্যা ছাড়াই স্মার্টওয়াচটি আপনার ফনের সাথে পেয়ার করতে পারবেন। অবশেষে এটা বলা যেতেই পারে যে Noise ColorFit Pulse 3 স্মার্টওয়াচটি ২০০০ টাকার নিছে একটি খুব ভালো অপশন।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now
Share This Article
Leave a comment